Published : 24 May 2025, 12:20 PM
দিনাজপুরের বীরগঞ্জে যুবকের বিরুদ্ধে ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যা করার অভিযোগ উঠেছে। এসময় আহত হয়েছেন যুবকের স্ত্রী ও শ্যালক।
শুক্রবার গভীর রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের রামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর।
নিহত বাহা বেসরা (৫৫) ওই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- মিনি হাসদা (৩৬) এবং তার ভাই বিকাশ কিস্কু (৩৫)। রাতেই অভিযোগ ওঠা সামিয়েল মার্ডিকে (৩৮) আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আব্দুল গফুর বলেন, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার পারিবারিক কলহ চলছিল। এক পর্যায়ে গত মাসে মিনি হাসদা রামপাড়া গ্রামে তার বাবার বাড়িতে চলে আসেন। এতে আরও ক্ষিপ্ত হন সামিয়েল।
পরে শুক্রবার গভীর রাতে তিনি শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি বাহা বেসরাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ সময় মিনি হাসদা এবং বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করেন সামিয়েল।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি আর বলেন, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে সামিয়েল মার্ডিকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।