Published : 22 Dec 2024, 11:49 PM
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর-ঢাকা মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান।
আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “তারা কী উদ্দেশ্যে এসেছে বা কারা এনেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”