Published : 10 Dec 2023, 05:55 PM
টেকনাফ-সেন্ট মাটিন নৌপথে ডুবোচরে পর্যটকবাহী জাহাজ আটকে যাওয়ার পর ৪৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার সকালে শাহ পরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন এলাকায় ‘এমভি গ্রিন লাইন-১’ জাহাজটি আটকা পড়ে বলে জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে পর্যটকবাহী জাহাজ ‘এমভি গ্রিন লাইন-১’ টেকনাফের বিআইডব্লিউটিএ ঘাট থেকে ৪৪ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করে। পরে সেন্ট মার্টিনের চার নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়।
বেলা সাড়ে ১১টার দিকে জাহাজ থেকে পর্যটকরা কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে। তাৎক্ষণিক সেন্ট মার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে।
পর্যটকদের নিরাপদে সেন্ট মার্টিন দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। আহত ব্যক্তিদের সেন্ট মার্টিন নোঙ্গরে অবস্থানরত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান-এ চিকিৎসা সেবা দেওয়া হয় বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।