Published : 17 Jan 2024, 06:22 PM
শ্রমিক ছাঁটাইয়ের একদিন পর সাভারে আনলিমা টেক্সটাইল কারখানার একটি শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানা কর্মকর্তাদের মারধর ও ভাঙচুরের অভিযোগে বুধবার সকালে পৌর এলাকার উলাইল মহল্লায় কারখানাটির আরএমজি শাখা বন্ধের নোটিস প্রধান ফটকে সাটিয়ে দেওয়া হয়।
শ্রমিকরা জানান, মঙ্গলবার শ্রম আইন না মেনে শতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়। এমনকি তাদের পাওনাদি পরিশোধ করা হয়নি। পাওনা চাইলে শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা বিক্ষোভ করেন। আর বুধবার সকালে কারখানা বন্ধের নোটিস পান তারা।
নোটিসে উল্লেখ রয়েছে, আনলিমা টেক্সটাইল লিমিটেডের আরএমজি শাখার সকল শ্রমিক-কর্মচারীদের জানানো যাচ্ছে যে, মঙ্গলবার কারখানা কর্মকর্তাদের মারধর ও ভাঙচুরের কারণে কারখানার কর্মপরিবেশে ব্যাঘাত ঘটেছে।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক কারখানার আরএমজি শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হল। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে আরএমজি শাখা খোলার তারিখ নোটিসের মাধ্যমে জানানো হবে।
শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার রাশিদুল বারী বলেন, মঙ্গলবারের ঘটনার পর কারখানাটির একটি শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিস দিয়েছে কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে বন্ধের নোটিস দেখে পেয়ে চলে যান।
তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
আনলিমা টেক্সটাইল লিমিটেড কারখানার প্রধান ফটকের নিরাপত্তাকর্মী মো. মোস্তফা বলেন, “বন্ধের নোটিস গেইটের বাহিরে লাগানো রয়েছে। সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিস দেখে ফিরে গেছেন, কোনো সমস্যা করেন নাই।”
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে কথা বলা যাবে না বলে জানিয়ে দেন এবং তার কাছে যোগাযোগের কোনো নম্বরও নেই বলে জানান তিনি।