Published : 12 Mar 2025, 10:55 AM
বরিশালের গৌরনদীতে অজ্ঞাত যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিরনুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলেন- ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) ও ভ্যান চালক স্বপন খান (৬০) ।
আব্দুর রাজ্জাক গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা এবং স্বপন খান কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, মহাসড়কে চালক ও একজন যাত্রীসহ ব্যাটারিচালিত ভ্যানটি উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়।
দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, “কোন যানবাহন ভ্যানটিকে ধাক্কা দিয়েছে, তা কেউ বলতে পারছে না। অজ্ঞাত বাহনটির সন্ধান চলছে।”
এছাড়া লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।