Published : 21 Feb 2025, 10:25 PM
সিলেটের এমসি কলেজের ঘটনায় তথ্যপ্রমাণ ছাড়াই ‘দায় চাপানোর’ প্রতিবাদে মিছিল করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে সিলেট মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল নগরীর আম্বরখানা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় গিয়ে সমাবেশ করে।
সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমদ বলেন, “এমসি কলেজের ঘটনাটি ছিল তালামীযের একজন কর্মীর সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের একজন ছাত্রের ব্যক্তিগত দ্বন্দ্ব। সেখান থেকে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের ন্যূনতম কোনো সম্পর্ক নেই।
তিনি অভিযোগ করেন, “কিন্তু আসল ঘটনাটির দিকে কোনো খেয়াল না রেখে তথ্যপ্রমাণ ছাড়াই নির্লজ্জভাবে একটি মহল ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিয়েছে।”
এর আগে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটেছে দাবি করে তিনি বলেন, সেখানে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে পরে সেই নৃশংস ঘটনার দায় ছাত্র শিবিরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
“বাংলাদেশে দায় চাপানোর একটি রাজনীতি চলছে। সেই আলোকে এমসি কলেজের একটি তুচ্ছ ঘটনার দায়ও ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’’
এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে শাহীন আহমদ বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর দায় চাপানোর রাজনীতি চলবে না। সুষ্ঠু রাজনীতিতে চলে আসুন। আমরা দেশের প্রতিটি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে চাই।’’
বিগত দিনগুলোতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে শাহিন বলেন, “নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবেন; তাদের শাস্তির আওতায় আনতে হবে।”
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার রাতে এমসি কলেজ ছাত্রাবাসে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে ছাত্র শিবিরের বিরুদ্ধে।
আহত রিয়াদ আনজুমানে তালামীযে ইসলামীয়া নামের একটি রাজনৈতিক সংগঠনের এমসি কলেজ শাখার সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।