Published : 11 Feb 2025, 01:13 AM
আন্দোলনের মুখে স্থগিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার রাত সোয়া ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকায় সব পথ বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন রাস্তায় সংযোগ পথে বেঞ্চ ফেলে বসে পড়ে।
এর আগে শহরের মুজিব সড়ক দিয়ে মিছিল করে তারা বাজার স্টেশন চত্বরে আসে।
স্থগিত কমিটি বহালে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। অন্যথায় বিকাল থেকে উত্তরাঞ্চলের প্রবেশ পথ সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন তারা।
কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার স্থগিত কমিটির আহ্বায়ক সজিব সরকার, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের-আল ইসলাম সেজান, মুখপাত্র টি এম মুশফিক সাদ উপস্থিত ছিলেন।
আন্দোলনের মুখে বৈষম্যবিরোধীদের সিরাজগঞ্জ জেলা কমিটি স্থগিত
বৈষম্যবিরোধী কমিটি নিয়ে বিক্ষোভে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ
বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের পাশাপাশি ট্রেনও আটকা ছিল
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক নোটিশে জেলা কমিটি স্থগিত করা হয়। কমিটি স্থগিতের পর পর রাত ৯টার দিকে শহরে আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ বঞ্চিত শিক্ষার্থীরা।
শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেইসবুক পেইজে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলনের একাংশের শিক্ষার্থীরা।
এর অংশ হিসেবে সোমবার বিকাল থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল তারা। সন্ধ্যা ৭টার থেকে সেতু দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও যানবাহন চলাচল স্বাভাবিক হয় রাত ৮টার পর।