Published : 12 Jun 2025, 12:49 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ১৯ কেজি ওজনের একটি পাঙাস মাছ ধরা পড়েছে। যা বিক্রি হয়েছে সাড়ে ২৯ হাজার টাকায়।
বৃহস্পতিবার ভোরে পদ্মা-যমুনার মোহনায় জেলে কালাম হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
কালাম হালদার বলেন, “রাতে আমরা কয়েকজন পদ্মা নদীতে মাছ ধরতে বের হই। পরে ভোরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেললে সেখানে বড় একটি পাঙাস মাছ আটকা পড়ে।
“সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মোহন মণ্ডলের মাছের আড়তে নিয়ে ওজন দিয়ে দেখা যায় ১৯ কেজি। পরে সেখানে উন্মুক্ত নিলামে ১হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়।”
নিলামে মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
তিনি বলেন, “সকালে জেলে কালাম হালদার পাঙাস মাছটি মোহন মণ্ডলের মাছের আড়তে নিয়ে আসে। সেখানে উন্মুক্ত নিলামে ২৮ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নিই।
“পরে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করে কেজিপ্রতি ৫০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২৯ হাজার ৫০০ টাকায় মাছটিকে বিক্রি করা হয়েছে।”