Published : 17 May 2025, 11:05 AM
মুন্সীগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ তার স্বামী।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আধারা ইউনিয়নের চিতুলিয়া দেওয়ানকান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি এম সাইফুল আলম।
নিহত ৩৫ বছরের সেলিনা বেগম ওই গ্রামের সুজন মোল্লার (৫০) স্ত্রী ও বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। সুজন ব্যাটারীচালিত রিকশার চালক।
নিহতের মা সুফিয়া বেগম বলেন, নয় মাস আগে সুজনের সঙ্গে সেলিনার বিয়ে হয়। সেলিনার এটি দ্বিতীয় বিয়ে। প্রথম তিন মাস ভালো থাকলেও ৬ মাস যাবত তার সুজন মোল্লা সন্দেহ করে প্রায়ই সেলিনাকে মারধর করত।
“একাধিকবার দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান হয়। কিন্তু এতেও ক্ষ্যান্ত হয়নি সেলিনার স্বামী। শুক্রবার রাতেও বৃষ্টির সময় কৌশলে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করছিল সেলিনাকে। আত্মরক্ষার চেষ্টা করেও মেয়েটা বাঁচতে পারেনি। “
তিনি আরও বলেন- আগের ঘরে সেলিনার দুটি সন্তান রয়েছে। তার মধ্যে এক মেয়ের পাশের গ্রাম বকচরে বিয়ে হয়। সেই মেয়ের সন্তান হয়েছে, সেই সন্তান দেখতে যাওয়া নিয়েই সবশেষ এই ঝগড়া বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
“প্রতিবেশীরা জানিয়েছে, ঝগড়া এবং মারধরের এক পর্যায়ে সেলিনা অন্য ঘরে আত্মরক্ষার চেষ্টাকালে পেছন থেকে ঘাড়ে কোপ দিয়ে সুজন তাকে নির্মমভাবে হত্যা করেছে। ”
ওসি এম সাইফুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক স্বামীকে আটক করতে অভিযান চলছে।