Published : 22 Apr 2025, 03:14 PM
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে এক কিশোর নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার রাতে উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল।
নিহত ১৬ বছরের মোকারিম মিয়া ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তার চাচার নাম বাবুল মিয়া (৪৩)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, সোমবার বিকালে মাছ ধরার সময় চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে আবারও এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বাবুল মিয়া ভাতিজা মোকারিমের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।
এতে মোকারিম গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত কিশোরগঞ্জ জেলা সদরের হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মোকারিমের আরেক চাচা হারুন মিয়া বলেন, “মাছ ধরা নিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়েছিল। রাতে হঠাৎ করেই বাবুল ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। আমি মাঝখানে পড়ে রক্ষা করতে গিয়ে আহত হই।“
তিনি বলেন, “হত্যাকারী যেই হোক আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ওসি জাফর ইকবাল বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”
এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।