Published : 16 Jan 2025, 12:07 PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পরশ আলী শিকদার জানান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজমপুর স্টেশন থেকে ছাড়লে ইঞ্জিন বিকল হওয়া শুরু করে। এই অবস্থায় ধীরে ধীরে ট্রেনটি সকাল ১০টায় মুকুন্দপুর স্টেশনে এসে পৌঁছায়।
দেড় ঘণ্টা পরে আখাউড়া জংশন থেকে নতুন ইঞ্জিন লাগিয়ে সকাল ১০টা ২৭ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান স্টেশন মাস্টার।