Published : 08 May 2025, 05:23 PM
সিরাজগঞ্জ সদর উপজেলায় স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় কিশোরীর মায়ের করা মামলায় বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার এসআই সাদ্দাম হোসাইন।
এর আগে বুধবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউসের পেছনের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে কয়েকজন ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় বলে জানায় পুলিশ।
কারাগারে যাওয়ারা হলেন- শহরের সয়াধানগড়া মধ্যপাড়ার সোলায়মান হোসেন (৩৫) এবং একই এলাকার লিটন সেখ (৪০)।
এসআই সাদ্দাম হোসাইন বলেন, “গ্রেপ্তাররা ওই কিশোরীর বাড়ির পাশে প্রতিনিয়ত মাদক সেবন করতেন। এক পর্যায়ে ওই কিশোরীর সঙ্গে তাদের পরিচয় হয়। বুধবার বেলা ১১টার দিকে ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে কয়েকজন তাকে তুলে নিয়ে যান।
“পরে তাকে উপজেলার শিয়ালকোল বাজারের মন্দিরের পাশে এক ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন সোলায়মান। সেখানে লিটনসহ অন্যরা তাকে সহায়তা করেন। পরে কৌশলে ওই কিশোরী সেখান থেকে পালিয়ে বাড়িতে যায়।”
সন্ধ্যায় ওই কিশোরীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করে মামলা করেন বলে জানান এসআই সাদ্দাম হোসাইন।
তিনি বলেন, মামলার পরপর অভিযান চালিয়ে সোলায়মান ও তার সহযোগী লিটনকে গ্রেপ্তার করা হয়। সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নির্যাতিত কিশোরীর শারীরিক পরীক্ষা শেষে বিকালে সে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানান এসআই সাদ্দাম হোসাইন।