Published : 31 Jul 2024, 11:35 PM
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে বগুড়ায় জলেশ্বরতলী এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছেন আন্দোলনকারীরা।
বুধবার বেলা ১১টার দিকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে কোর্ট এলাকায় আসাতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তা বন্ধ করে দেন।
সেখান থেকে মিছিল নিয়ে জেলা কারাগারের দক্ষিণ কোণে রাস্তায় অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন তারা। এসময় তারা ‘মার্চ ফর জাস্টিস’ এর সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে বগুড়া শহর ও আদালতে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা আদালতের প্রধান ফটকগুলো বন্ধ করে রাখেন।
পুলিশ বিজিবির পাশাপাশি র্যাব ও সেনা সদস্যরা সতর্ক অবস্থায় থাকে। তবে, কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমরা কোনো সহিংসতা করতে আসিনি। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতা করবে। আমাদের কর্মসূচি পালনে সমস্যা না করলে আমরাও আইনশৃঙ্খলা বাহিনীর কথা শুনব।”