Published : 25 May 2024, 04:36 PM
সিলেটে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।
সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসেন বলেন, “শনিবার বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই অবস্থা থাকতে পারে।
“সিলেটে ২০১৪ সালের ২৪ এপ্রিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রের্কড হয়েছিল। এরপর এটাই সর্বোচ্চ।”
দেশে সাধারণত মার্চ-জুন গরম বেশি থাকে। এই সময়ে বৃষ্টি হলে গরম কিছুটা কমে। আগামী কয়েক দিন এ রকম গরম থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানান সহকারী আবহাওয়াবিদ সজিব হোসেন।
সিলেট নগরীর তালতলা এলাকার রিকশাচালক ইকরাম আলী বলেন, “ইলা (এই রকম) গরম দিলে রুজি-রোজগার করা যাইত না। ইলা গরমে রিকশা চালাইলে ভেতরটা ফাটি যায়। গরম বাড়ার লাগি আগের মত ইনকাম নাই। মেঘ (বৃষ্টি) দিলে বালা লাগত, না হয় বাঁচার উপায় নাই আমরার মত গরিবদের।”
নগরীর ধোপাদিঘীরপাড়ের বাসিন্দা সুমন মিয়া বলেন, “আজকের গরমে অবস্থা শেষ। রাস্তার কোথাও কোথাও গালা (পিচ) গলতেও দেখা গেছে; তবে বেশি গলেনি। এভাবে গরম থাকলে জনজীবনে প্রভাব পড়ছে। বিশেষ করে শ্রমজীবীদের অবস্থা বেশি খারাপ হবে। কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টিও হচ্ছে না।”