Published : 07 Apr 2025, 03:40 PM
বগুড়া শহরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর পরই শনিবার গভীর রাতে শহরের বনানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাকিব হোসেন জানান।
গ্রেপ্তাররা হলেন- বগুড়ার গণ্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকার রাকিবুল ইসলাম রাকিব (২২), গণ্ডগ্রাম উত্তরপাড়া এলাকার হাবিবুর রহমান রকি (২৫), গণ্ডগ্রাম নতুনপাড়া এলাকার তারিকুল ইসলাম (২২), গণ্ডগ্রাম নতুনপাড়া এলাকার জিসান খান (২১), গণ্ডগ্রাম সারিয়াকান্দি পাড়া এলাকার জিহাদ (২০) এবং মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকার টুটুল (২০)।
আসামিরা সবাই ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু, দুটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর অতর্কিতে হামলার অভিযোগ
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, হামলার শিকার সাংবাদিক খোরশেদ আলম থানায় এসে রোববার বিকাল ৩টায় মামলা করেছেন। ওই মামলার আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
শনিবার বিকালে শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে একটি জুস বারের সামনে দুই সাংবাদিকের ওপর অতর্কিতে হামলার ঘটনা ঘটে। এতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভ এর স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন আহত হন।
পরে তাদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মাথা, চোখ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
ডিবির ওসি রাকিব হোসেন বলেন, আসামি রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে এর আগে হত্যা ও মাদক আইনে দুটি মামলা এবং হাবিবুর রহমান রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও মাদকসহ ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।