Published : 07 Jun 2025, 02:52 PM
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের সকালে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের মেম্বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান।
নিহত উম্মে আয়মান ওরফে এমি (২০) ওই গ্রামের হাসিবুল ইসলামের স্ত্রী ও স্থানীয় একরামুল হকের মেয়ে। এ দম্পতির এক বছর বয়সি মেয়ে শিশু রয়েছে।
পলাতক হাসিবুল ইসলাম (২৩) পেশায় একজন মাদ্রাসা শিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর আগে এমি ও হাসিবুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
সকালে ঈদের নামাজের আগে এমি তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে একটি ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছিল। এ সময় হঠাৎ হাসিবুল পেছন থেকে ছুরি দিয়ে এমির গলায় আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই এমি মারা যান।
ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের সহায়তায় হাসিবুলের বাবা ও ভাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া হাসিবুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।