Published : 02 Jun 2025, 03:52 PM
জামালপুরের ইসলামপুর ও সরিষাবাড়ী উপজেলায় ২৬২ বস্তা সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী।
রোববার রাতে সরিষাবাড়ীর ভাটারা বাজারে মোহাম্মদ নাজমুলের দোকানে খাদ্য অধিদপ্তরের বস্তা পাল্টিয়ে ভিজিএফের চাল পাচারের সময় ৫০ কেজি ওজনের ৫৬ বস্তা চালসহ তিন জনকে আটক করে যৌথ বাহিনী।
অভিযানের সময় সরিষাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল উপস্থিত ছিলেন।
আটকরা হলেন- সরিষাবাড়ীর রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ আব্দুল গফুরের ছেলে মো. আশিক, সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে রায়হান ও বারইপটল গ্রামের শাওয়ান আলীর ছেলে শান্ত।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান সাংবাদিকদের বলেন, “চালসহ আটক তিন জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
রোববার গভীররাতে ইসলামপুর পৌরসভা গাঁওকুড়া এলাকায় আরিফ মিয়ার ‘মা রাইচ মিলে’র গোডাউনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করে।
এ সময় গুদাম সিলগালা এবং গুদাম মালিক আরিফ মিয়াকে আটক করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান সাংবাদিকদের বলেন, সরকারি চাল জব্দ এবং গুদামটি সিলগালা করা হয়েছে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ সাংবাদিকদের জানান।