Published : 23 May 2025, 07:03 PM
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে। এতে ট্রাকচাপায় দুই বিক্রেতার প্রাণ গেছে; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহাবুর রহমান।
নিহতরা হলেন- উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির হলেক চানের ছেলে আঙ্গুর মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির সাবু মিয়ার ছেলে মো. আলিম মিয়া (৬০)।
আলিম মিয়া বাজারে দুধ ও আঙ্গুর মিয়া মুরগি বিক্রি করতে এসেছিলেন বলে জানায় পুলিশ।
আহতরা হলেন- কালিকাপ্রসাদ গ্রামের ইউনুস মিয়া (৪৫), আকবরনগর গ্রামের নয়ন মিয়া (১৭) ও পৌর শহরের কমলপুর এলাকার স্বপন মিয়া (২৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাক পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে বাজারের ভেতর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়।
এতে ট্রাকচাপায় ঘটনাস্থলে আলিম মারা যান। আর আঙ্গুর মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া পথে মারা যান। এ ছাড়া অটোরিকশার যাত্রী ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।
ওসি সাহাবুর রহমান বলেন, “সকালে ‘৯৯৯’ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃত্যুর খবর পাই। ঘটনার পরপর ট্রাক রেখে চালক পালিয়ে গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।”
ভৈরব ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল-আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় দেখতে পান তিনি। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় আরেকজনকে ঢাকার পথে মারা যান।