Published : 29 Jun 2025, 09:32 AM
গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় পাঁচ হাজার ৮৫৫ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে, যাকে ‘মাদক ব্যবসায়ী’ বলছে র্যাব।
শনিবার বিকালে মধুমতি (কালনা) সেতুর টোল প্লাজা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কাশিয়ানীর ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।
আটক আরিফুল্লাহ (২২) কক্সবাজার জেলার রামু উপজেলার দারিয়ারদিঘী মৌলভী পাড়া এলাকার নুরুল কবিরের ছেলে।
শনিবার রাতে র্যাব-৬ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধুমতি সেতুর (কালনা) টোল প্লাজার সামনে র্যাবের অভিযানের সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তারা তল্লাশী করা হয়। ওই বাস থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক আরিফুল্লাহকে কাশিয়ানী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।