Published : 27 May 2024, 11:59 PM
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাচিলা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার গভীর রাতে বিএসএফের একটি টহল দলের গুলিতে ওই যুবক বিদ্ধ হন।
তবে বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল এসএম সালেহ উদ্দিন ঘটনাস্থলের নাম নিশ্চিত করে বলতে পারেননি।
গুলিবিদ্ধ ফরহাদ আলি (৩০) চুয়াডাঙ্গার জেলার জীবননগর উপজেলার ধোপাবিলা গ্রামের ফজের আলির ছেলে।
রাতে কয়েকজন ভারতে প্রবেশের চেষ্টার সময় এ ঘটনার পর সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের ভেতর নিয়ে আসেন। প্রথমে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে যশোর ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজিবি কর্মকর্তা সালেহ উদ্দিন জানান, তিনি সীমান্তে গুলির খবর পেয়েছেন।বিস্তারিত জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।