Published : 13 May 2025, 06:58 PM
রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজ ক্যাম্পাসে গেইটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বোয়ালিয়া থানা) হাফিজুর রহমান।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শিক্ষার্থীরা জানান, শিক্ষক নিয়োগসহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে আলাদা ব্যানারে আন্দোলন করে আসছিলেন বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা।
দাবি আদায় নিয়ে সকালে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভা চলাকালীন তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের কিছু শিক্ষার্থী যান; যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সেখানে বিএসসি শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও অশোভন আচরণ নিয়ে উত্তেজনা শুরু হয়।
পরে ডিপ্লোমা শিক্ষার্থীরা বাইরে গেইটে অবস্থান নেন এবং বিএসসি শিক্ষার্থীরা কলেজের মূল গেইট বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। এ সময় গেইট ভাঙচুর ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এক পর্যায়ে তাদের মধ্যে ইট নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
এ সময় প্রতিপক্ষের হাতে মারধরের পাশাপাশি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন একাধিক নারী শিক্ষার্থী।
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যরাও ক্যাম্পাস পরিদর্শন করেছেন।