Published : 19 Dec 2024, 10:11 PM
টঙ্গীর ইজতেমা মাঠে হামলা ও হত্যার প্রতিবাদ এবং বাংলাদেশে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের হাটখোলা মসজিদ এলাকায় জমায়েত হয়। পরে সেখানে তারা প্রতিবাদ সভা করে।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল সদর রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন।
সভায় বক্তারা বলেন, সাদপন্থিদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে কঠিন আন্দোলন করা হবে। তাবলিগ জামাতের সঙ্গে সাদপন্থিদের কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের নিষিদ্ধ করতে হবে।
এতে বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা তৈয়্যবুর রহমান কাসেমী, মাওলানা মোবাশ্বিরুল হক নাইম, মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম।