Published : 06 Jul 2024, 08:36 PM
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত ১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড সিলেট বিভাগের প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত বাছাইপর্বে বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সেখান থেকে সিনিয়র গ্রুপে ২০ জন এবং জুনিয়র গ্রুপে আরও ২০ জনকে নির্বাচিত করা হয়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সমন্বয়ক মো. কালাম জুবায়ের নিশাদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ জহিরুল হক, অধ্যাপক মো. জামাল উদ্দিন, মাহফুজুল হাসান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন চেয়ারম্যান মশহুরুল আমিন, অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য্য।
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আলোচনা করেন অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য্য।
পরিবেশ বিষয়ক আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
পরে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট বিভাগের প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিতদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।
সবশেষে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেটে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাইপর্ব উপলক্ষে মতবিনিময়
আয়োজকরা জানান, জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ৩৬ বছর ধরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে ৩ অগাস্ট ঢাকায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
জাতীয় পর্বে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ ৩০ জনকে নিয়ে ২১ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত আবাসিক ক্যাম্প ও চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত পাঁচজন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।