Published : 15 Jun 2025, 06:18 PM
পাবনা সদর উপজেলায় মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম জানান।
নিহত রাসেল (৩১) জাফরাবাদ এলাকার নজিরুদ্দিনের ছেলে।
পরিবারের বরাতে স্থানীয়রা জানান, শনিবার রাতে রাসেলের মামাতো ভাই জাফরাবাদ এলাকার মকবুলদের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় রাসেলকে দোষারূপ করা হয়।
তখন একই এলাকার তানজিল নামের এক যুবক রাসেলকে মোবাইল ফোন ফেরত দিতে বলে। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে তানজিলকে মারধর করে।
এর জের ধরে প্রতিপক্ষের লোকজন রাসেলের বাড়িতে হামলা চালায়। তখন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আব্দুল সালাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে নিহত রাসেলের বোন অঞ্জনা খাতুন সাংবাদিকদের বলেন, “এলাকার পরিত্যাক্ত একটি সেমাই কারখানার কলাগাছ থেকে কলা কাটাকে কেন্দ্র করে ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”