Published : 09 Jun 2025, 06:03 PM
মধ্য জুনেই জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, “আমরা প্রত্যাশা করছি, নির্বাচনে অংশগ্রহণের জন্য যে নিবন্ধনের প্রয়োজন, এই নিবন্ধনের আবেদন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি আমরা ১৬ জুনের মধ্যেই আশা করছি সম্পূর্ণ করতে পারবো। এজন্য ১০০টি উপজেলা এবং ২২টি জেলায় কমিটি প্রয়োজন হয়, যেগুলো আমাদের এরই মধ্যে হয়ে গেছে। আমাদের অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে।
“আমরা মনে করছি, যথাসময়ে যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মত করে আমরা আমাদের নিবন্ধনের আবেদন এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করব।”
সোমবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা-চক্র শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় সেখানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
জাতীয় নির্বাচনের তারিখ সম্পর্কে জানতে চাইলে সারজিস আলম বলেন, “যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের, এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু তার আগে নির্বাচনকালীন এই সংস্কারগুলো নিশ্চিত করতে হবে।”
এ সময় এনসিপি নেতা আরও বলেন, “আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক আহ্বায়ক কমিটি থাকবে এবং সেটার মধ্য দিয়ে অটোমেটিক আমাদের যে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সেটি আমরা মনে করি যে স্বয়ংক্রিয়ভাবে অনেকটাই সম্পূর্ণ হবে।”
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফিরে আসা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, “আমরা বলব, এটা অভ্যুত্থান পরবর্তী সরকার, অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার আছে। যারা এতদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর, যারা তাদেরকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে, তাদের সামগ্রিক বিষয়গুলোতে সরকারের আমরা কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়ায় যেন হয়।
“এই বিষয়টি সরকারের সামগ্রিক যে পদক্ষেপ এবং পদক্ষেপ কী নিচ্ছেন তারা- আমরা এ বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা বিশ্বাস করি, তারা অন্তত এসব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সবসময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন।”
এর আগে সকালে হাসনাত আব্দুল্লাহ ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
পরে সারজিস আলম নিজেই গাড়ি চালিয়ে আটোয়ারী উপজেলার নিজ বাড়ি থেকে সৈয়দপুরে গিয়ে তাকে রিসিভ করেন।
পরে তারা দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে চা-চক্রে মিলিত হন এবং বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে উপস্থিত হন।