Published : 20 Jun 2025, 09:28 PM
কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক মাসে উপজেলায় মোট চার নারীর মৃত্যু হল।
বৃহস্পতিবার রাত ১টার দিকে কুমিল্লা নগরীর ট্রমা সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে শুক্রবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান জানান।
মারা যাওয়া লিমা আক্তার (২৪) জেলার বরুড়া উপজেলার আরিফপুর গ্রামের মৃত মোবারক হোসেন ভূঁইয়ার ছোট মেয়ে। তিনি দাউদকান্দির গৌরীপুরের পালপাড়া গ্রামের সৌদি প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ডা. হাবিবুর রহমান জানান, জুনের এক তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত উপজেলায় অন্তত ১৫শ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে এর মধ্যে ওই চার নারীর মৃত্যু হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মাত্র ৫৭ জন।
নয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বর্তমানে আরো ১০ জন রোগী গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্বজনরা জানান, গত ১৩ জুন ডেঙ্গুতে আক্রান্ত হলে লিমাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে দ্রুত তাকে কুমিল্লা ট্রমা হসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি মারা যান।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, খুব কম সময়ের মধ্যেই দাউদকান্দি উপজেলাতে অনেক রোগী ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং ৬ নম্বর ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ‘রেড জোন’ হিসেবে নেওয়া হয়েছে। জুন মাসে যারাই আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই এই দুই ওয়ার্ডের। আর যে চার নারী মারা গেছেন তাদের মধ্যে সবাই ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ার বেশ কয়েকদিন পর চিকিৎসা নিতে আসেন। তাই জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বার্তা দিলেন তিনি।
দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, “পৌরসভার পক্ষ থেকে দুটি ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু মশার বিস্তার রোধে মশকনিধন কর্মসূচি ও সচেতনতায় প্রচার-প্রচারোনা চালানো হচ্ছে।”