Published : 06 Jun 2025, 12:11 PM
খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস মাঠে। ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে।
এ উপলক্ষে এরইমধ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। মাঠে সামিয়ানা টানানো ও সাউন্ড সিস্টেম স্থাপনসহ বিভিন্ন কাজে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
একই সময়ে সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদেও ঈদের জামাত হবে।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত একই সময়ে সকাল সাড়ে ৭টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
খুলনা টাউন জামে মসজিদে আরও দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একটি সকাল সাড়ে ৮টায় এবং আরেকটি সকাল ১০টায়।
এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরের প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদের জামাতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সার্কিট হাউজ মাঠের প্রধান জামাতের আয়োজন নিয়ে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
প্রধান জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।
ঈদের জামাত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর জানিয়েছেন।
তাজুল বলেন, “সার্কিট হাউস মাঠে একসঙ্গে অর্ধলক্ষাধিক মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন।”
খুলনা জেলা ও নগর মিলে এবার ৭০০টিরও বেশি মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।