Published : 15 Jul 2023, 04:41 PM
১০ বছর পর রাজধানীতে সমাবেশ করলেও সিলেটে তা পারল না জামায়াতে ইসলামী।
শনিবার নগরীর রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিলেও পুলিশের ‘অনুমতি’ না পেয়ে তা ছয় দিন পিছিয়েছে দলটি। আগামী ২১ জুলাই একই মাঠে জমায়েত হওয়ার নতুন ঘোষণা এসেছে দলের পক্ষ থেকে।
শনিবার দুপুরে বন্দরবাজারের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, “শুধুমাত্র রাজনৈতিক ভিন্নমতের কারণে আমাদের শান্তিপূর্ণ জনসভার অনুমতি দেওয়া হয়নি। অথচ সভা-সমাবেশ করা সকল দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমাদের সেই অধিকারকে দীর্ঘদিন ধরে হরণ করা হচ্ছে।”
মানবতাবিরোধী অপরাধে দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে রায় আসতে থাকলে ২০১৩ সালের পর থেকে জামায়াত দেশের কোথাও সমাবেশ করতে পারেনি।
এর মধ্যে গত ১০ জুন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির নির্বিঘ্নে সমাবেশ করা নিয়ে রাজনীতিতে আলোচনার তৈরি হয়।
জামায়াতের দুই যুগের মিত্র বিএনপির পক্ষ থেকেও সরকারের সঙ্গে দলটির যোগাযোগের বিষয়ে আকার-ইঙ্গিতে নানা বক্তব্য আসে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য গণমাধ্যমে আসার পর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম মাছুম প্রতিবাদ জানান।
পরে ফখরুল বলেন, তার বক্তব্য কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত হয়েছে। জামায়াতে সঙ্গে তাদের যোগাযোগ আছে।
সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের জমায়েত হওয়ার অধিকার আছে। সেটি মেনেই তারা সমাবেশ করেছে।
এর মধ্যে গত বুধবার বিএনপি সরকার পতনের ‘এক দফা’ দাবি জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর তিন দিন পর সিলেটে আহ্বান করা জামায়াতের সমাবেশ নিয়ে নগরীতে নানা আলোচনা তৈরি হয়। সেই সমাবেশের পক্ষে গত কয়েকদিন ধরেই সিলেট ও আশেপাশের জেলায় ব্যাপক প্রচার চালায় দলটি।
তবে শুক্রবার সমাবেশস্থল থেকে সাতজন পুলিশ আটকের পর জানায়, নাশকতার আশঙ্কা থাকায় তারা জামায়াতকে সমাবেশের ‘অনুমতি’ দেবে না।
তবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, তারা সমাবেশের চেষ্টা চালিয়ে যাবে।
দলের আমিরসহ নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশের অনুমতি চেয়ে গত ৫ জুন মহানগর পুলিশকে চিঠি দেয় জামায়াত।
যেসব দাবিতে এই সমাবেশ ডাকা হয়েছিল, সংবাদ সম্মেলনেও সেসব দাবি তুলে ধরেন সিলেট মহানগর জামায়াতের আমির।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন, “এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখন সময়ের দাবি। জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠার জন্য দেশ ও জাতি আজ ঐক্যবদ্ধ।”
আগামী ২১ জুলাই ‘শান্তিপূর্ণ’ জনসভার আয়োজন করার কথা জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
সিলেট জেলা দক্ষিণের আমির আব্দুল হান্নান, জেলা উত্তরের আমির হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির সোহেল আহমদ, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা উত্তরের সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব ও জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ আল হোসাইনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।