Published : 12 Jun 2023, 11:25 PM
ফেনী সদরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক দোস মোহাম্মদ।
গ্রেপ্তার ৩২ বছর বয়সি আয়েশা আক্তার ওই এলাকার নুরুল আলমের স্ত্রী। তবে প্রধান আসামি মিশুর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মামলার বারতে পুলিশ জানায়, ফেইসবুকের মাধমে পরিচিত বন্ধু মিশুর সঙ্গে দেখা করতে শুক্রবার বিকালে ওই ছাত্রী শহরের পশ্চিম উকিলপাড়া ভাইটাল রিসার্চ-১ ইউনিটের সামনে যায়।
মিশু তাকে নানা প্রলোভন দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে শহরের রামপুর মসজিদ সংলগ্ন জাহানারা ম্যানশন ভবনের তৃতীয় তলার আয়েশা আক্তারের বাসায় নিয়ে যান।
সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করেন মিশু। পরে মেয়েটি রাতে ওই বাসা থেকে বের হয়ে বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানায়।
পরিদর্শক দোস মোহাম্মদ জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন ফেনী মডেল থানায় মিশু ও আয়েশা আক্তারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রোববার ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিকালে আদালতে তার জবানবন্দি নেওয়া হয়েছে।
প্রধান আসামি মিশুর পরিচয় শনাক্ত ও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক মোহাম্মদ।