Published : 12 Jul 2023, 05:23 PM
রাজবাড়ীতে দলবেঁধে ধর্ষণের পর এক নারীকে হত্যার ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ বুধবার পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) সাইফুল হক।
দণ্ডিতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার জিয়েলগাই গ্রামের রঞ্জুর হোসেন, রফিকুল ইসলাম, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, আশরাফ, হযরত আলী এবং কুষ্টিয়ার চরআমলাপাড়া গ্রামের জয়গুন বেগম।
আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে, সেই টাকা না দিলে তাদের আরও ছয় মাসের সাজা ভোগ করতে হবে।
তাদের মধ্যে রঞ্জুর হোসেন ও আশরাফ পলাতক রয়েছেন। বাকিদের রায়ের পর পাঠানো হয়েছে কারাগারে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের একটি ধান ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পাংশা থানার পুলিশ।
পরদিন নিহতের ভাই আব্দুস সালাম পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে, ওই নারীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।
দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণের ঘটনায় ছয়জন পুরুষ এবং ধর্ষণে সহযোগিতার জন্য জয়গুন বেগমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
বিচার শেষে তাদের সবাইকে দোষী সাব্যস্ত করে বুধবার রায় দিল আদালত।
পিপি সাইফুল হক বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এ মামলার বিচার চলে। হত্যার ঘটনায় অন্য আদালতে আলাদা মামলা বিচারাধীন।