Published : 14 May 2025, 07:04 PM
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ১০ বছর পর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন আট আসামি।
বুধবার দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ সাখাওয়াত হোসাইন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ হিরন।
দণ্ডপাওয়ারা হলেন- উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী আ. লতিফ মিয়ার ছেলে হাফেজ মনির উদ্দিন, একই এলাকার প্রয়াত হাজী আবু তাহের ছেলে জাভেদ মিয়া, হাফেজ মনির উদ্দিনের ছেলে মো. হাবিত ওরফে ছাবিত এবং ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফ্যাশনের শাজাহান মানিক জমাদারের ছেলে মোস্তফা জমাদার টুটুল। এদের মধ্যে মনির উদ্দিন ও টুটুলকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বরাতে এপিপি মোহাম্মদ হিরন বলেন, ২০১৫ সালে ২৪ এপ্রিল উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রামে নুর উদ্দীনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেই সময় নুর উদ্দীনের পরিবারের বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। তবে ডাকাতির ঘটনায় জাফর ইমাম স্বপন জড়িত ছিলেন বলে দাবি ভুক্তভোগীদের।
ঘটনার পরদিন ২৫ এপ্রিল সকালে স্বপন রিকশায় করে ওসামনগঞ্জ ইউনিয়নের নায়েবের পুল বাজারের দিকে যাওয়ার পথে মনির উদ্দিন এবং টুটুল তাকে তুলে লতিফ মিয়ার হাটে নিয়ে যান বলে জানান তিনি।
তিনি বলেন, সেখানে পোস্ট অফিসের নিচে টুটুলকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। নির্যাতনের এক পর্যায়ে ঘটনাস্থলেই স্বপন মারা যান।
এ ঘটনায় চড়ফ্যাশন থানার তৎকালীন এসআই ছগীর মিয়া ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন বলে জানান এপিপি হিরন।
সাক্ষ্য গ্রহণ শেষে চার আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও তিন মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।