Published : 27 May 2025, 03:25 PM
ঢাকার সাভারের আশুলিয়ায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
সোমবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি সোহরাব আল হোসাইন।
নিহত সুফিয়া খাতুন (৬২) ভাটিয়াকান্দি গ্রামের নেসার উদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে তার ছেলে আওলাদ হোসেন (৩২) পলাতক রয়েছেন।
প্রতিবেশিদের বরাতে ওসি বলেন, দীর্ঘদিন ধরে আওলাদ মাদকাসক্ত; সব সময় নেশায় ডুবে থাকতো। সোমবার দুপুর থেকেই মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিল আওলাদ।
কিন্তু ঈদের আগে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেন সুফিয়া খাতুন। এতে আওলাদ ক্ষিপ্ত হয়ে রাতে তার মাকে মারধর করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি সোহরাব আরও বলেন, নিহতের ছেলে ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে।