Published : 29 Mar 2025, 07:25 PM
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পাঁচ কেজি রূপার গহনাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে; যাকে চোরাকারবারি বলছে গোয়েন্দা পুলিশ।
শনিবার সকালে উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গহনাসহ তাকে আটক করা হয় বলে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন জানান।
আটক মো. মোশারফ হোসেন (৪০) উপজেলার উত্তর ভাদিয়ালি গ্রামের বাসিন্দা।
নিজামউদ্দিন বলেন, গোপন সংবাদে তাদের একটি দল সকালে উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের আজগর আলীর আমবাগানের পাশে রাস্তার উপর থেকে মোশারফকে আটক করা হয়।
পরে তার দেহে তল্লাশি চালিয়ে ৫ কেজি ওজনের ভারতীয় রূপার বিভিন্ন ধরনের গহনা পাওয়া যায়।
চোরাই পথে এসব গহনা বাংলাদেশে আনা হচ্ছিল দাবি করে ডিবির ওই পরিদর্শক বলেন, গহনাগুলোর দাম প্রায় ৯ লাখ টাকা।
আটক ব্যক্তিকে কলারোয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান নিজামউদ্দিন।