Published : 20 Aug 2024, 03:21 PM
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের টেকেরঘাট পুলিশ ফাঁড়িতে গিয়ে সীমান্তের মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে ছাত্র-জনতা।
এসময় থানায় ফেরায় পুলিশদের অভিনন্দন এবং পর্যটকদের উচ্চশব্দে সাউন্ড বক্স ও ড্রামসেটে গান-বাজনা নিষিদ্ধ করতে ব্যবস্থা গ্রহণসহ নানা দাবি জানিয়েছে বলে জানিয়েছেন টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবির দাস।
ছাত্র-জনতার পক্ষে মতবিনিময়ে উপস্থিত ফখর উদ্দিন বলেন, দেশ-বিদেশে পরিচিত পর্যটন স্পট টেকেরঘাটে একসময় চুনা পাথর খনি প্রকল্প ছিল। এখনো অবকাঠামো আছে।
“কিন্তু সীমান্ত ঘেষা পর্যটন স্পটটিকে কেন্দ্র করে দিন দিন মাদককারবারিদের আনাগোনা ও পাচার বেড়েছে। এ নিয়ে স্থানীয় যুবসমাজ অবক্ষয়ের মুখে আছে।
“তাই আমরা বৈষম্যবিরোধী ছাত্রজনতার পক্ষে টেকেরঘাট পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশকে মানুষের পক্ষে, দেশের পক্ষে কাজ করতে পাশে দাঁড়িয়ে সাহস দিয়েছি। মাদক কারবার বন্ধ ও কারবারিদের আইনের আওতায় আনতে আহ্বান জানিয়েছি।”
তিনি আরও বলেন, “এছাড়া কাজ শুরু করায় আমরা পুলিশকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছি। ”
মতবিনিময়ে উপস্থিত ইকবাল হোসেন বলেন, টেকেরঘাট পর্যটন এলাকা হলেও এখানে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা ও সাধারণ মানুষজন বসবাস করেন। কিন্তু কিছু কিছু পর্যটক ড্রামসেট আর সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে শব্দদূষণ করছে। আর যাতে কেউ শব্দদূষণ না করে সেজন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি পুলিশকে।
এ সময় ছাত্র-জনতার পক্ষে আরও উপস্থিত ছিলেন, আতিকুল ইসলাম, জাকির আহমদ, জাহিদুল ইসলাম নয়ন, সোহাগ আহমেদ, ইমন হোসেন, আব্দুল্ আল মামুন, আব্দুল আল এহসান।
টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবির দাস বলেন, “ছাত্র জনতা আমাদেরকে কাজে ফেরায় অভিনন্দন জানিয়ে সহযোগিতা করার কথা বলেছেন। পাশাপাশি এলাকায় আইন-শৃঙ্খলার উন্নতি ও অপরাধপ্রবণতা দমনের দাবি জানিয়েছেন।”
“আমরা সীমান্তের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়েই কাজ করছি,” বলেন এই পুলিশ কর্মকর্তা।