Published : 13 Jun 2025, 04:07 PM
মাদারীপুরে বিয়ে বাড়িতে নাচগান চলাকালে মেয়েদের উত্ত্যক্ত করার জের ধরে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর করা হয় দোকান ও বসতবাড়ি।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়া গ্রামের মধ্যে এ সংষর্ষ ঘটে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
পুলিশ ও এলাকাবাসী বলছে, বুধবার রাতে মস্তফাপুর ইউনিয়নের উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। মস্তফাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাগর বেপারী গ্রুপ ও উত্তর খাগছাড়া গ্রামের হাকিম কাজী গ্রুপের দুই দল কিশোর সেখানে যান। এ সময় সেখানে মেয়েদের উত্যক্ত করার অভিযোগে ওই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
পরে বৃহস্পতিবার বিকালে উভয় পক্ষের লোকজনসহ গণমান্য ব্যক্তিবর্গ উত্তর খাকছাড়া নতুন বাজারে সালিশ-মিমাংসার জন্য বসেন।
শালিস বৈঠকের মধ্যেই উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে উত্তর খাগছাড়া ও সুচিয়ার ভাঙ্গা দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। একই সঙ্গে ভাঙচুর করা হয় অন্তত ১০টি দোকান ও বসতবাড়ি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমানে পরিস্থিতি অনুকূলে আছে। আপাতত ওই এলাকায় সমস্যা নেই। এ ঘটনায় অভিযোগ দিলে, মামলা নেওয়ার মতো হলে নেব।”