Published : 06 Apr 2025, 02:14 PM
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় থানায় ঢুকে ‘মাতাল হয়ে’ পুলিশ সদস্যকে গালাগালি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিংগাইর থানা চত্বর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান।
গ্রেপ্তাররা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম ওরফে জীবন সরকার (৪৪) এবং পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)।
ওসি তৌফিক আজম বলেন, “থানার একটি নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার পর রাত ৯টার দিকে থানায় এসে ওই দুই যুবদল নেতা আসামি ছেড়ে দিতে বলেন এবং এক পুলিশ সদস্যকে গালাগালি ও হত্যার হুমকি দেন। এ সময় জীবন ও শফিকুলকে গ্রেপ্তার করা হয়।
“তারা মদ্যপ অবস্থায় থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
ওসি আরও বলেন, “পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার দায়ে দুই যুবদল নেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন বলেন, “অভিযোগের বিষয়ে আমরা অভ্যন্তরীণভাবে নিজেরা বসব, এ বিষয়ে তদন্ত করব। আর গতকাল থানায় খারাপ ব্যবহার করেছে বলে শুনেছি। তবে আজ আদালত থেকে কিছুক্ষণ আগে তাদের জামিন হয়েছে।”