Published : 27 Feb 2025, 08:27 PM
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আবার কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ২৭টি কবর খুঁড়ে অন্তত সাতটি কঙ্কাল চুরি হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে চার দফায় কঙ্কাল চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার রাতে উপজেলার পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয় বলে জানান শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহমেদ।
এর আগে ১৪ ও ১৭ ফেব্রুয়ারি উপজেলার বেজগাঁওয়ে করব খুঁড়ে ১১টি খুলি এবং ২০ ফেব্রুয়ারি চারিগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয় বলে জানান এলাকাবাসী।
সবশেষ বুধবার রাতে কঙ্কাল চুরির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কবরস্থানে জড়ো হন এলাকাবাসী ও স্বজনরা। আসে পুলিশও। পরে খোঁড়া কবরগুলো মাটি দিয়ে মেরামত করা হয়। সামজিক কবরস্থানটিতে এই অঞ্চলের বহু মানুষকে দাফন করা হয়েছে।
উপজেলায় বারবার এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ওসি শাকিল আহমেদ বলেন, কঙ্কাল চোর চিহ্নিত করতে সোর্স নিয়োগ করা হয়েছে। চক্রটিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।