Published : 09 Mar 2025, 09:27 PM
ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ঘণ্টা পর লাইনচ্যুত মহানগর এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরের পর বগিটি উদ্ধার করে ১ নম্বর প্লাটফর্মের বাইরে পূর্বদিকে রেললাইনের পাশে রাখা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাকির জাহান জানান।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন শনিবার রাত ১১টা ৩৭ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢোকার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ অবস্থায় রেললাইনের স্লিপারের ওপর ঘেঁষে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। স্টেশনে থামার পর ট্রেনের যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে পড়েন।
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস ছেড়ে গেল ৯ ঘণ্টা পর
ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত
ওই ট্রেনের যাত্রী মীর শোভন, শাওন সাহা বলছিলেন, প্রথমে মনে হয়েছে ট্রেনে আগুন ধরেছে। বাঁক নেওয়ার সময় প্রচণ্ড ঝাঁকুনি খেয়েছিল ট্রেনটি। যাত্রীরা ভয় পেয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাকির জাহান বলেন, লাইনচ্যুত হওয়া বগিসহ দুটি বগি রেখে মহানগর এক্সপ্রেস সকাল ৮টা ১০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। তারপর রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে।
বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢোকার সময় সব ট্রেনকে ১০ কিলোমিটার গতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি দুই লাইন দিয়ে সোমবার পর্যন্ত ট্রেন চলাচল করবে। সে পর্যন্ত ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেললাইন, রেললাইনের কিছু স্প্রিংসহ শতাধিকের বেশি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।