Published : 05 Jun 2025, 10:24 AM
ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার গভীর রাত থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা বাইপাস পর্যন্ত অন্তত ২৪ কিলোমিটার এলাকায় গাড়ির জট দেখা গেছে।
এতে ঈদ যাত্রায় উত্তরবঙ্গগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বগুড়াগামী শাহ ফাতেহ আলীর বাস চালক বলেন, “ভোর রাত টাঙ্গাইলের নগরজালফৈ বাইপাস থেকে যানজট পেয়েছি। গরমে খুব কষ্ট হচ্ছে।”
হানিফ এন্টারপ্রাইজ বাসের যাত্রী বগুড়াগামী রমজান আড়ী বলেন, “যানজটে আমার শিশু সন্তান নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝরাতের পর গাজীপুর আর চন্দ্রায় যানজটে ছিলাম। এবার টাঙ্গাইলে এসে যানজটে পরলাম।”
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরিফ বলেন, যমুনা সেতুর টোল প্লাজা থেকে এই যানজটের শুরু।
বিভিন্ন যানবাহনের চালকদের বেপরোয়া গতি ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।
যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে জানিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেন ওসি শরিফ।