Published : 01 Feb 2025, 05:25 PM
সিলেট নগরীর নির্মাণাধীন ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান।
নিহত কিশোরের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর হবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
ঘটনাস্থলে থাকা জালালাবাদ থানার এসআই অনুপ কুমার চৌধুরী বলেন, “মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ওই এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে।”
ওসি বলেন, “প্রাথমিক ধারণা অসাবধানতাবশত ড্রেনে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে; কারণ ওই স্থানে ড্রেনের ওপর কোনো স্লাব ছিল না”
লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।