Published : 27 Jun 2025, 08:47 PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে তিন ছাত্রীর হলের আসন বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া দুই ছাত্রীকে লঘুদণ্ড হিসেবে আর্থিক জরিমানাসহ সতর্ক করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ইসরাত জাহান শেলী জানান।
এছাড়া বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
হলের আসন বাতিল করা শিক্ষার্থীরা হলেন- কৃষি অনুষদের মারিয়া সুলতানা মীম; যার আসন এক বছরের জন্য বাতিল করা হয়েছে।
এছাড়া একই অনুষদের শিক্ষার্থী জোবায়দা জান্নাত সোহা এবং আশিকা রুশদার আসন ৬ মাসের জন্য বাতিল করা হয়।
আর্থিক জরিমানায় দণ্ডিত দুই শিক্ষার্থী হলেন- তাজরিয়ান হাসান তূর্ণা ও শাহারা শারমিন লিজা।
প্রভোস্ট ইসরাত জাহান শেলী বলেন, গত ৩১ মে রাত পৌনে ২টার দিকে কৃষি অনুষদের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের উদ্দেশ্যে অভিযুক্ত ছাত্রীরা হলের ছাদে ডেকেছিলেন।
শিক্ষার্থীটি ছাদে যেতে রাজি না হলে তাকে বারান্দায় ডেকে নিয়ে ভোর পর্যন্ত মানসিক নির্যাতন করার অভিযোগ ওঠে।
নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী পরের দিন সকালে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ ছাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এ সিদ্ধান্ত নেয়।
হল প্রশাসন জানিয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের শাস্তি শেষ হওয়ার পর আসন ফাঁকা থাকা সাপেক্ষে আবেদন করে পুনরায় হলে ওঠার সুযোগ পাবেন। তবে হল প্রশাসন তাদের জন্য আসনের ব্যবস্থা করে দিতে বাধ্য থাকবে না।
প্রভোস্ট আরো জানিয়েছেন, শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীদের হাতে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। শনিবারের মধ্যে তারা হল ত্যাগ করবেন।