Published : 03 Feb 2025, 07:51 PM
ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের দুদিন পর এক সাবেক নারী ইউপি সদস্যের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম।
লাশ উদ্ধার হওয়া আফরোজা খান (৬০) ওই গ্রামের মৃত আবদুল ওয়াহেদ খানের মেয়ে। তিনি ২০১১-১৬ সালে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার ভাইয়ের ছেলে ফয়সাল খান আমান বলেন, “শনিবার থেকে আমার ফুপু নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে রোববার আমরা নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম। আজকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। “
তিনি আরও বলেন, “আমার ফুপুর একমাত্র মেয়ে ছন্দা আক্তার কয়েক মাস আগে মারা যায়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।”
ওসি মো. আব্দুস ছালাম জানান, স্থানীয়রা সাবেক এই ইউপি সদস্যের বাড়ির পাশের একটি পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, “ওনার নিখোঁজের বিষয়ে আগেই থানায় একটি সাধারণ ডায়েরি করা ছিলো। তার সুরতহাল সম্পন্ন হয়েছে। ”
লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বওলও জানান ওসি।