Published : 06 Jun 2025, 02:18 AM
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পরে ট্রাকচাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী এক দম্পতির।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান।
নিহতরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে আনোয়ার হোসনে (৩০) এবং তার স্ত্রী শারমিন খাতুন (২৫)।
তারা দুজনেই পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আনোয়ারের মোটরসাইকেলটি ওই এলাকায় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। তাতে স্বামী ও স্ত্রী দুইজনেই ছিটকে গিয়ে মহাসড়কে পড়েন। এ সময় পিছনে থাকা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি মোজাফ্ফর হোসেন বলেন, লাশ দুটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের চাপা দেওয়া ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন।