Published : 16 Jun 2025, 04:14 PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যবহৃত একটি ‘বিলাসবহুল’ গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়ির চালক এবং তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।
সোমবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল পেট্রোল পাম্প এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয় বলে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান।
আটক ব্যক্তিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালক কাজল চন্দ্র রায়, তার সহযোগী আব্দুল আজিজ।
পুলিশ জানায়, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তসংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি ভোরে বের হয়। গাড়িটিতে করে সাবেক প্রতিমন্ত্রীর ছেলে মাহমুদুল হাসান সোহাগের ঢাকার বাসায় ঈদের খাবার পাঠানো হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তারা গাড়িটিকে অনুসরণ করতে শুরু করেন।
গাড়িটি কাকিনা চাঁপারতল এলাকায় পৌঁছালে স্থানীয়রা সেটি আটক করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে গাড়িটি জব্দ করে এবং চালক ও তার সহযোগীকে থানায় নিয়ে আসে।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, “বিষয়টি তদন্তাধীন। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”