Published : 11 May 2025, 08:36 PM
ফেনীতে সাউথইস্ট ব্যাংকের একটি শাখা থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. জিয়াউল হক নামের সেই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে তাকে ফেনী শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ।
গ্রেপ্তার মো. জিয়াউল হক ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড় গ্রামের বাসিন্দা।
তিনি সাউথইস্ট ব্যাংকের সিলোনিয়া বাজার শাখায় জুনিয়র অফিসার ছিলেন। অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর মামলার পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে শাখাটির ব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান।
পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিষয়টি তদন্তে ব্যাংকের অডিট বিভাগের কর্মকর্তারা ওই শাখায় গেলে জিয়াউল পালিয়ে যান।
পরে ওই শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান গত ৬ মে দাগনভূঞা থানায় জিয়াউল হকের বিরুদ্ধে মামলা করেন।
মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তারের বিভিন্ন স্থানে অভিযান চালায়। রোববার সকালে তাকে ফেনী শহর থেকে গ্রেপ্তার করা হয়।
দাগনভূঞা থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, গ্রেপ্তার আসামি এখনো পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।
শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, “অর্থ লোপাটের বিষয়টি অবগত হয়ে অডিট বিভাগের কর্মকর্তারা ব্যাংকের এই শাখায় এসে তথ্য সংগ্রহ করেছেন।”
“কী পরিমাণ অর্থ সরানো হয়েছে অডিট কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জানানো সম্ভব নয়,” বলেন শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান।
আরো পড়ুন:
‘কোটি কোটি’ টাকা নিয়ে লাপাত্তা সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা, উৎকণ্ঠায় গ্রাহক