Published : 06 Jun 2025, 09:48 PM
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
পাকুন্দিয়া থানার এসআই মো. সুজায়েত বলেন, শুক্রবার বিকালে উপজেলার কোদালিয়া চৌরাস্তা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সেখানে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
অপর দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার গাজীপুর-পাকুন্দিয়া-নান্দাইল সড়কের বরাটিয়া এলাকায়। সকালে সেখানে বাসের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন- উপজেলার চরটেকী গ্রামের গন্দি বাড়ির দুলাল মিয়া (৪৫), তারাকান্দি গ্রামের মো. শাহাবুদ্দিন (৬০) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেন ছেলে কোরানে হাফেজ সারোয়ার হোসেন (১৫)।
আহতদের মধ্যে চরটেকী গ্রামের সাব্বির হোসেনকে (২১) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া অরণ্যপাশা গ্রামের আশরাফ আলী ও জেবিন আক্তার নামে দুজন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
পুলিশ জানায়, বিকালে এক মোটরসাইকেলে করে ঈদের বাজার করতে কিশোরগঞ্জে যাচ্ছিলেন দুলাল মিয়া, শাহাবুদ্দিন ও সাব্বির। কোদালিয়া চৌরাস্তায় মাইক্রোবাসের ধাক্কায় দুলাল ও শাহাবুদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে সকালে ঢাকা থেকে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন সারোয়ার হোসেন, আশরাফ আলী ও জেবিন আক্তার। বরাটিয়া এলাকায় বিপরীত দিক থেকে একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সারোয়ার মারা যান।
এসআই মো. সুজায়েত বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।