Published : 01 Feb 2023, 01:04 PM
যশোরের বেনাপোলে ১৩ লাখ টাকা, ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। বিজিবির দাবি তিনি একজন ‘পাচারকারি’।
মঙ্গলবার রাতে বেনাপোল বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।
৪০ বছর বয়সের আলমগীর হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নজরুল ইসলামের ছেলে। পরিবার নিয়ে তিনি বলফিল্ড এলাকায় থাকেন।
লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, “হুন্ডির টাকা নিয়ে একজন পাচারকারী বলফিল্ডের সামনে একটি বাসায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে আলমগীরের বাড়িতে অভিযান চালানো হয়।
“এ সময় তার ঘর তল্লাশি করে ১৩ লাখ টাকা, বিভিন্ন কোম্পানির ২৮টি সিম ও ২০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। টাকাগুলো পাচারের জন্য তিনি তার বাড়িতে মজুদ করেছিলেন।”
আলমগীর ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের কথা জানিয়ে বিজিবি কর্মকর্তা আরও জানান, অর্থপাচার ও মাদক মামলার পর আলমগীর হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, আলমগীরকে বুধবার যশোর আদালতে তোলা হবে।