Published : 02 Jun 2025, 03:24 PM
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অভিযান চালিয়ে ২১০ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।
রোববার রাতে উপজেলার ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া গ্রামে এ অভিযান চালানো হয় বলে চৌহালী থানার ওসি আব্দুল বারিক জানান।
আটক মোহাম্মদ আলী (২৮) ওই এলাকার রুস্তম আলীর ছেলে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া চালগুলো মহিলা অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র ও অসহায় গর্ভবতী নারীদের জন্য বরাদ্দ ছিল। ৩০ কেজির ২১০ বস্তা চাল জব্দ করা হয়েছে।
অভিযানের সময় ওই এলাকার শাহজাহান সর্দার, রুস্তম আলী ও জাহাঙ্গীর আলমের বাড়িতে এ অভিযান চালানো হয় চৌহালী থানার ওসি আব্দুল বারিক জানান।
তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।