Published : 06 Sep 2024, 03:20 PM
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ; যাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম জানান, শুক্রবার সকালে উপজেলার মানিকখালী ব্রিজের সামনের মাছের ঘেরের কাছে একটি ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন তারা।
মৃত ২০ বছর বয়সী রাজা সরদার আশাশুনির বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছোট ছেলে। তার লাশ উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি নজরুল বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে রাজা বাড়ি থেকে বের হয় ঘের পাহারা দেওয়ার জন্য যান। সারারাত রাজা বাসায় না ফেরায় সকালে তার বড় ভাই বাদশা তাকে ডাকতে যান। তখন ঘেরের কাছে বিশ্রাম নেওয়ার ঘরে ভায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় তার গলায় একটি দড়ি বাঁধা ছিল।
বাদশা বলেন, “ভাইয়ের গলায় একটি দড়ি বাঁধা ছিল। তার হাত ও শরীরে ক্ষতের চিহ্ন এবং ফোলা ছিল। আমি আর পরিবারের ধারণা, রাজাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।”