Published : 22 Apr 2025, 07:41 PM
ভোলা সদর উপজেলায় জমি বন্ধকের পাওনা টাকার জন্য এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের চর আনন্দ স্লুইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভোলার অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার।
নিহত মো. শাজাহান (৬৫) উপজেলার ইলিশা চর আনন্দ এলাকার প্রয়াত সুলতান চৌকিদারের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শাজাহানের কাছ থেকে ওই এলাকার সিরাজ মাঝি নামের এক ব্যক্তি জমি বন্ধকের দেড় লাখ টাকা পেতেন। এর মধ্যে শাজাহান এক লাখ টাকা পরিশোধ করেন। বাকি ৫০ হাজার টাকা আসন্ন ঈদুল ফিতরের পর দেওয়ার কথা ছিল।
কিন্তু নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার সিরাজ তার পাওনা টাকার জন্য শাজাহানের ভাড়া দেওয়া দোকানে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে শাজাহান ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয়।
শাজাহানের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।